Review

Resellkori প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সার/মার্চেন্ট/ড্রপশিপার (রিভিও সেকশন)

এই পোস্টের নিচে কমেন্টে আপনারা আমাদের সম্পর্কে রিভিও/মতামত প্রকাশ করতে পারবেন। অবশ্যই রিয়েল/অথেন্টিক রিভিও/মত প্রকাশ করবেন, এতে করে আমাদের প্ল্যাটফর্ম উন্নতি/অগ্রগতির ধারনা নিতে পারবো আমরা সবাই। অবশ্যই যারা পেমেন্ট পাচ্ছেন রিসেল করি সাইট থেকে, সে ব্যাপারেও মত প্রকাশ করতে পারবেন।

আমাদের অফিশিয়াল মিডিয়া সাইট গুলোতে জয়েন থাকুন-

11 thoughts on “Resellkori প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সার/মার্চেন্ট/ড্রপশিপার (রিভিও সেকশন)

  1. আমি মনে করি এই প্লাটফর্মটা অনেক সুন্দর তবে এখানে যদি আরো অন্যান্য প্রডাক্ট সেল করা হয় তাহলে অনেক সুন্দর হবে সব ধরনের প্রোডাক্ট

  2. Sir ei site diye khub sell kora jabe apnara electronics ar fashionable products add koren

  3. “রিসেলকরি”র সাথে কাজ করছি প্রায় ২ মাস ধরে। আলহামদুলিল্লাহ্, তাদের সার্ভিস এবং লেনদেন খুব-ই ভালো। আমি আন্তরিক ভাবে তাদের সাফল্য কামনা করছি।

  4. অন লাইনে অনেক চেষ্টা করেও এক টি টাকাও ইনকাম করতে পারিনি, কিন্তু রিসেল করি তে এসে সেটা সম্ভব হয়েছে। খুব সহজ । এবং এডমিনদের ব্যবহার অমায়িক তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। এই প্লাটফর্মের উত্তরোত্তর উন্নতি কামনা করি।

    1. আসসালামুয়ালাইকুম কেমন আছেন।স্যার আপনি কী এই প্লাটফর্ম থেকে ইনকাম করেছেন

  5. অন লাইনে অনেক চেষ্টা করেও এক টি টাকাও ইনকাম করতে পারিনি, কিন্তু রিসেল করি তে এসে সেটা সম্ভব হয়েছে। খুব সহজ । এবং এডমিনদের ব্যবহার অমায়িক তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। এই প্লাটফর্মের উত্তরোত্তর উন্নতি কামনা করি।

  6. MD Asif MD Asif says:

    টাকা উঠায় কি ভাবে

    1. মার্চেন্ট এর কাছ থেকে ম্যানুয়ালি পেমেন্ট নিবেন, ডেলিভারী হওয়ার পর।

  7. মাশাল্লাহ !দারুন একটা প্ল্যাটফর্ম !এই প্ল্যাটফর্ম থেকে আমি অনেক উপকৃত হয়েছি।

  8. Wali Ullah Wali Ullah says:

    অসাধারণ একটা প্লাটফর্ম আমি সকলের পরামর্শে ও সহযোগিতায় এবং মহান আল্লাহ পাকের রহমতে ভালো কিছু করবো ইনশাআল্লাহ।

  9. একদম নতুনদের জন্য আরও সময় দেয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *