About Content

প্রডাক্ট এর ছবি নিয়ে কিছু কথা

🎯 একই প্রডাক্টে কেউ ১৯৯ টাকা চায়, কেউ চায় ৯৯৯ টাকা! কারণটা জানেন?

📸 ছবি! শুধু ছবি! আবার দাম কম হওয়া সত্ত্বেও বিক্রি হতে হচ্ছেনা। বিশেষ করে অনলাইনে বিক্রিই হচ্ছেনা, এডস এর পরও।

🎯 আপনার প্রোডাক্ট হয়তো দারুণ/প্রয়োজনীয়। অথচ সেল কম। আর অন্য কেউ প্রায় একই জিনিসের দাম বাড়িয়ে তিনগুণ নিচ্ছে! কারণ তাদের ছবি দেখে মনে হয় “এই প্রোডাক্টের দাম এমন হতেই পারে!” অর্থাৎ কাস্টমার এর বিশ্বাস অর্জন হচ্ছে। উদাহরন দেয়া যেতে পারে এভাবে –

🔸 Gadget & Gear (G&G):
মূলত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মোবাইল, গ্যাজেট বিক্রি করে। কিন্তু ছবি, এঙ্গেল, ব্যাকগ্রাউন্ড ও আলো-ছায়া ব্যবহার এতটাই প্রফেশনাল যে প্রোডাক্ট দেখেই দামকে “যৌক্তিক” মনে হয়। একই প্রোডাক্ট অনেক সেলার কম দামে রাখলেও G&G বেশি দামে সেল করে যায়—কারণ তাদের ভিজ্যুয়াল প্রেজেন্টেশন প্রিমিয়াম।

🔸 Noir / Ecstasy:
লোকাল ফ্যাশন ব্র্যান্ড হলেও Zara বা H&M-এর মতো ফিল দেওয়ার চেষ্টা করে—lifestyle photoshoot, মডেল, স্টুডিও লাইটিং—সব মিলিয়ে প্রোডাক্টের perceived value বাড়িয়ে দেয়।

🔸 PriyoShop, Othoba, Daraz (Selected Stores):
এই প্ল্যাটফর্মগুলোতে যারা প্রফেশনাল ফটো দিয়ে প্রোডাক্ট আপলোড করে, তারা সবসময় বেশি কনভার্সন পায়। একই মোবাইল কেস বা জামা Daraz-এ অনেক বিক্রেতা রাখে, কিন্তু সুন্দর ফটো দেওয়া বিক্রেতাদের রিভিউ, সেল ও প্রফিট তিনটাই বেশি।

🔸 Aarong:
বাংলাদেশের সবচেয়ে বড় লোকাল ব্র্যান্ডগুলোর একটি। প্রোডাক্ট মান তো ভালো আছেই, কিন্তু যেভাবে তাদের প্রোডাক্ট ফটো প্রেজেন্ট করে, তাতে দাম দ্বিগুণ হলেও মানুষ বিনা প্রশ্নে কিনে নেয়। কারণ, ছবির ভেতরেই “বিশ্বাস” গড়ে ওঠে।

🔥 এই সত্যটা গোপন রাখে না অনেক বড় ব্র্যান্ডও!
Nike, Adidas, Zara, IKEA – এইসব কোম্পানি ছবি এডিটিংয়ে কোটির পর কোটি টাকা খরচ করে, যাতে প্রডাক্টের দাম মনে হয় একদম “প্রিমিয়াম”।

➡️ অনেক সময় প্রোডাক্টটা হয়তো চায়না থেকেই আসা — কিন্তু এক্সপার্ট এডিটিং আর হাই-কোয়ালিটি ভিজ্যুয়াল দিয়ে তারা সেটাকে লাখ টাকার ব্র্যান্ড বানিয়ে ফেলে!

🛍️ আপনিও পারেন! এখন আর DSLR লাগে না। মোবাইলেই হয়, মোবাইলের ক্যামেরা এখন অনেকটাই ক্লিয়ার থাকে-

🧰 এই সফটওয়্যারগুলো আপনার প্রোডাক্টকে প্রিমিয়াম লুক দেবে:

Canva – ব্যাকগ্রাউন্ড রিমুভ + ইনস্ট্যান্ট ডিজাইন
Flair AI – এআই দিয়ে তৈরি হয় Instagram-worthy প্রোডাক্ট ছবি
Remove.bg – ১ ক্লিকে ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলে।
Lightroom Mobile – প্রফেশনাল কালার ব্যালেন্স।
Photoshop – এক্সপার্টদের চিরচেনা টুল

🧊 একটা কথা ভাবুন…

🔹 বাজারে দুইটা দোকান। একই প্রোডাক্ট, একই দাম।
কিন্তু একটায় ঢুকলেই এসির ঠান্ডা বাতাস, ঝকঝকে আলো, সুন্দর ডিসপ্লে – প্রিমিয়াম একটা ফিল আসে।
অন্যটায় গরম, এলোমেলো সাজানো, সাদামাটা পরিবেশ।

👉 কাস্টমার কোথায় গিয়ে আগে কিনবে?
নিশ্চয়ই যেটা দেখে ‘ভালো লাগছে’ – মানে প্রেজেন্টেশনটাই পার্থক্য গড়ে দিচ্ছে! এবং প্রিমিয়াম কাস্টমার হুক করতেছে!

অনলাইনে ঠিক একই নিয়ম, ছবিই/প্রেজেন্টেশন আপনার ডিজিটাল দোকানের এসি, আলো আর সাজসজ্জা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *