নিজের ব্রান্ডে প্রডাক্ট বিক্রি করার কিছু কৌশল (১৩ মে ২০২৫)

আপনি যদি মনে করেন, “আমার প্রোডাক্ট ভালো, কিন্তু বিক্রি হচ্ছে না!”—তাহলে এই পদ্ধতিগুলো একবার ট্রাই করে দেখুন। অনেক সেলার- এই এগুলো স্টেপ ফলো করে ভালো সেলস রেজাল্ট পেয়েছেন:
-
গল্পভিত্তিক কনটেন্ট তৈরি করুন
– পণ্যের বিজ্ঞাপন না করে এর পেছনের বাস্তব গল্প বলুন।
– কাস্টমারের অভিজ্ঞতা বা সমস্যার সমাধানের গল্প শেয়ার করুন। -
ইমোশন/সমস্যা-ভিত্তিক পোস্ট করুন
– ‘কেন কেউ এই প্রোডাক্ট কিনবে?’ সেই সমস্যা বা আবেগকে সামনে আনুন।
– যেমন: “মা থাকলে এটা কিনতেন” – এমন সংবেদনশীল ক্যাপশন। -
নিজের মুখ দিয়ে কথা বলুন (ভয়েস+ভিডিও)
– নিজের মোবাইলে ভিডিও করে বলুন আপনি কীভাবে প্রোডাক্ট তৈরি করেন বা ব্যবহার করেন।
– সরাসরি চোখে চোখ রেখে কথা বললে বিশ্বাস তৈরি হয়। -
ফেসবুক গ্রুপগুলোতে মূল্যবান কমেন্ট ও পোস্ট করুন
– শুধুমাত্র লিংক নয়, কমেন্ট করে সাহায্য করুন।
– নিজেকে + নিজের ব্রান্ডকে একটি/একাধিক সমস্যার সমাধানকারী হিসেবে তুলে ধরুন। -
রিভিউ এবং কাস্টমারের ফিডব্যাক তুলে ধরুন
– স্ক্রিনশট, রেকর্ডিং বা কাস্টমার ভিডিও যুক্ত করুন।
– রিয়েল ফিডব্যাক মানেই বিশ্বাস। -
‘বিহাইন্ড দ্য সিন’ কনটেন্ট পোস্ট করুন
– প্রোডাক্ট তৈরি, প্যাকিং, ডেলিভারি প্রক্রিয়ার ছবি বা ভিডিও দিন।
– এটা মানুষকে মাত্রাতিক্ত পরিমানে বিশ্বাসী করে তুলে আপনার ব্রান্ডের উপর। -
ইনফো+এন্টারটেইনমেন্ট = ইনফোটেইনমেন্ট পোস্ট করুন
– আপনার পণ্যের তথ্যকে মজার কনটেন্টে রূপ দিন।
– যেমন: “তেল vs. লোশন – গরমকালে কে জিতবে?” (মজার তুলনা) -
কমেন্ট ও ইনবক্সে নিয়মিত রিপ্লাই দিন
– অল্প সময়েই রিপ্লাই দিলে ফেসবুক ও আপনাকে বুস্ট করে।
– যেই দোকানে দোকানদার তারাতারি কাস্টমারের রিপ্লাই দেয়, স্বাভাবিক ভাবে সে দোকান কে সবাই ভালো পায়।
– ইনবক্সে ওয়েলকাম টেমপ্লেট তৈরি করে দ্রুত উত্তর দিন। -
Facebook Stories/Shorts/Live ব্যবহার করুন
– লাইভে আসুন পণ্যের ব্যবহার দেখাতে।
– স্টোরি বা রিলসে ছোট ক্লিপ পোস্ট করুন রেগুলার। -
Call-To-Action (CTA) স্পষ্ট রাখুন
– পোস্টের শেষে বলুন: “মেসেজ করুন”, “কমেন্ট করুন”, “অর্ডার করতে ইনবক্স করুন”। -
সময় এবং consistency মেনে চলুন
– প্রতিদিন নয়, কিন্তু প্রতি সপ্তাহে ৩–৪টি ভালো মানের কনটেন্ট দিন।
– সন্ধ্যার পর (৭–৯টা) পোস্ট করলে রিচ বেশি হয়। -
Facebook Insight ব্যবহার করে ফলাফল বিশ্লেষণ করুন
– কোন কনটেন্ট বেশি রিচ পাচ্ছে, সেটা বুঝে আরও অপ্টিমাইজ করুন। -
নিজের প্রোফাইলেও ব্র্যান্ড তৈরি করুন
– পেজ নয় শুধু, প্রোফাইলেও এমনভাবে কনটেন্ট দিন যেন আপনি একজন “বিশ্বাসযোগ্য মানুষ”। -
Engagement বাড়াতে প্রশ্ন করুন/ভোট দিন
– “আপনার মতে কোনটা ভালো?” – এই ধরনের পোস্টে লাইক+কমেন্ট বাড়ে। -
শুধু বিক্রি না, শিক্ষাও দিন
– যদি আপনি কসমেটিক্স বিক্রি করেন, স্কিনকেয়ার টিপস দিন।
– যদি পোশাক বিক্রি করেন, ফ্যাশন টিপস দিন।
এই নিয়মগুলো অর্গানিক মার্কেটিংয়ে আপনাকে ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা, রিচ, এবং বিক্রি বাড়াতে সাহায্য করবে বিনা পয়সায়/ অর্গানিক ভাবে।
– মোহাম্মদ খালেদ
– রিসেল করি প্ল্যাটফর্ম